বসন্ত তুমি ঋতুরাজ আমার হৃদয়ে, বাংলার মনে ।
প্রকৃতির মাঝে রঙিন স্বপ্ন দেখাও।
রামধেনুর উচ্ছ্বল ডানা মেলে উড়তে পার আকাশে।
কবির কলমে তাই তোমার শাসন।
সবুজের বোধনে গর্বিত তোমার ক্ষণ।
ছোট ছোট কচি দুর্বাঘাসের বিছানা পাতা।
পুর্ণিমা চাঁদের সোনালী আলোয় বিকশিত তোমার রূপের ছটা ।
প্রেমের সাগরে তোমাতে ভেসে বেড়াই
পাগল কবির খামখেয়ালী কল্পনা।
যেন তোমার সাথে তার লুকোচুরি খেলার বাসনা ।
ফাগুন প্রেমে অবগাহন করে দুটি মন।
কৃষ্ণচুড়ার তলে দক্ষিনা বাতাসে বসন্তের আলিঙ্গন।
কোকিল কুজনে কুহু কুহু করে সদা,
যেন চাই তোমায় সারাক্ষণ।
পাতার অনুভূতিতে শিহরণ জাগে।
আজ মন চাইছে তোমাতে হারাতে,
পারবে কি তুমি, বেদুইন মন ভরাতে ?
নিরাশ্রয় প্রেম, আশ্রয় খোঁজে তোমার বুকের মাঝে।
ভালোবাসার পরশ মাখে উষ্ণতার লাজে।
নীল আকাশের কোলে দামাল মন আজ শান্ত।
ফাগুন হৃদয়ে, লাল পলাশে আজ বসন্ত,
মন পেখমের ভালোবাসা অশেষ, অফুরন্ত ।
আজ-ই বসন্তে তাই উড়িয়ে দিলাম, আমার আবির মাখা মন।
বেঁধে রেখো হৃদয় মাঝে পারবে যতক্ষণ।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)