বিশ্বত্রাসে, বিশ্বমাঝে
মানবতার জন্ম,
বিশ্ববাসী স্বপ্ন দেখে
এক সমাজের জন্য।
উঁচু, নিচু সবাই সমান
মনুসত্যই প্রধান।
চেতনা মাঝে বিবেক জাগায়,
ভারত মাতার সন্তান।
নেই ভেদাভেদ, নেই হাতিয়ার
মানবতা হোক ধর্ম,
“অত্যাচারীর খড়গ কৃপান”
হবে একদিন শান্ত ।
মনের মাঝে আলো জ্বেল
শিক্ষা কোরো বন্টন,
হিংসা, অহং দূর করলে,
দৃঢ় ভাতৃত্বের বন্ধন ।
ভরসা কোরো ঈশ্বর পরে,
বিশ্বাস রেখ নিজেরে,
পিতা-মাতার আশীর্বাদে
তুমি পারবে এগোতে ।
ইটি, বালি আর ধর্ম দিয়ে
গড়েনা কোন রাষ্ট্র,
জ্ঞান-চক্ষু, ভাতৃত্ববোধ
রাষ্ট্র হোক বিশ্ব ।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)