মনের সাজানো বাগানে হাজারো সবুজের সাথে
রোপণ করেছিলাম,
জল, সার, হৃদয়ের ছোঁয়া দিয়ে ।
অন্তরে তারে স্থাপিত করেছিলাম অজান্তে ।
উদ্বেল ঢেউ, আনন্দ আর হিল্লোলে
প্রগাঢ় হয়ে বেড়ে ওঠে ভালবাসার বৃক্ষ ।
জীবন মরুভূমিতে রামধেনু হয়ে দৃশ্যামান,
গহীন ভালবাসার মরুদ্যান।
গভীরে অবগাহন করেছি বারে বার।
প্রবল ঝড়ে, সমুদ্রের উদ্ভ্রান্ত ঢেউ,
শরীরে কাঁপন ধরিয়েছে সুখের উল্লাসে।
রাহুগ্রাসের মতই হটাত্ নেমে এল
একমুঠো অন্ধকার।
বাঁধন আজ দ্রুত অস্তগামী।
অযাচিতর মত উদ্ভ্রান্ত জ্বালাময়।
প্রানের স্পন্দনটাও অবাক চোখে দেখতে থাকে।
সামুকের ন্যায় গুটিয়ে গেলাম।
বঙ্কিম চাঁদ স্নিগ্ধ, স্থিরকায়া।
অনুরক্ত, আসক্তি না বিরক্ত ?
মনের সাজানো বাগানে রোপিত বৃক্ষ
আজ পরিবর্তীত বিষ বৃক্ষে।
ভালবাসার বাগানে গড়া হাজারো সবুজ,
আজ তার বিষের জ্বালায়
পুড়ে ছার খার।
তবু, বিষ বৃক্ষটা কাটতে পারিনি,
ভালোবাসার নিমিত্তে ।
গ্রাস করে মনের যন্ত্রনা, হাহাকার আর শূন্যতা ।
একদিন এক ধুসর সন্ধ্যায়
বুকে পাথর চেপে, নিজের চোখে ফেট্টি বেঁধে
শিকড় সমেত বিষবৃক্ষটা
উপড়ে ফেল্লাম।
- ফারুক মল্লিক (সত্ব সংরক্ষিত)
28/01/2022