তুমি বললে আকাশ হবো
ছাদ হবো তোমার,
তুমি বললে বাতাস হয়ে
করবো সব চুরমার।

তুমি বললে আগুন হবো
জ্বলবে সারা দেশ,
তুমি বললে পানি হয়ে
ডুববে সর্বশেষ।

তুমি বললে পথিক হবো
হারাবো ঐ দূর,
তুমি বললে কোকিল হয়ে
তুলবো গানের সুর।

তুমি বললে সাগর বুকে
ঢেউ হবো তাহার,
তুমি বললে প্রেমিক হয়ে
সাজাবো সংসার।