তুমি শরতের নীল আকাশের
একটুকরো শুভ্র মেঘ,
তুমি পূর্ণিমাতিথির জোৎস্না
উচ্ছ্বাসিত আবেগ।

তুমি হেমন্তের প্রাকৃতিক রূপের
বৈচিত্র্য রূপবতী রাণী,
তুমি সোনালী শস্যের অপরূপ
সাজে সজ্জিত কৃষাণী।

তুমি শীতের সকালে কুয়াশার
বিন্দু বিন্দু শিশির কণা,
তুমি হাড়কাঁপানো শীত রাত্রির
কাশ্মীরি চাদরখানা।

তুমি বসন্তের পাখি কোকিল
পলাশ পারুল কৃষ্ণচুড়া,
তুমি সমুদ্র তীরের হিমেল হাওয়া
শান্তির প্রতিক পায়রা।

তুমি গীষ্মের দাবদাহ অগ্নি রবি
পাহাড়ের মায়াবি ঝর্ণা,
তুমি ক্লান্তিতে হাঁপিয়ে ওঠা
তৃষ্ণাত্ব তবু অনন্যা।

তুমি বর্ষার মেঘ তুমি'ই বৃষ্টি
তুমি  শ্রাবণী কন্যা,
তুমি পাহাড়ি ঢল ভাঙো ঘর
আষাঢ়ে নিদারুণ বন্যা।