একুশ তুমি রাঙা পলাশ,বিষাদ সুরে পাখির গান,
একুশ তুমি রক্তে রাঙা,আমার ভাইয়ের তাজা প্রাণ।
একুশ তুমি প্রভাতফেরির ফাগুন হাওয়ার দিন
একুশ তুমি সুখের মাঝেও বাজে করুণ বীণ।
একুশ তুমি রক্ত ঝরা বাংলা ভাষার প্রাণ,
একুশ তুমি ভাই হারানোর বর্ণমালার ঘ্রাণ।
একুশ তুমি প্রভাতফেরির শব্দ লিপির দিন,
একুশ তুমি শোকে গাঁথা বীর শহীদের ঋণ।
একুশ তুমি রুদ্র পলাশ রক্তজবার জল,
বর্ণমালায় আঁকা ছবি ভাষা শহীদ সকল।