ভাব প্রকাশে প্রথম বুলি
ইশারা হয় চোখে,
প্রথম দেখায় হৃদয় ছুঁয়ে
প্রেমে পড়ে লোকে ।
মায়াবী ঐ চোখ দুটো তার
সদায় কাছে ডাকি,
বুঝবে কি সে চোখের কথা
শুভঙ্করের ফাঁকি ।
মনটা পেতে মন বিনিময়
চোখের কোণে কথা,
ভাবুক হৃদে দেখি তারে
দিবে নাকি ব্যথা ।
ধীরে ধীরে চলছি মোরা
প্রেম পিরিতির হাটে,
অহর্নিশি কালো থাবায়
ছিটকে গেলাম মাঠে ।
সে থেকে আজ বিষাদ সুরে
অশ্রু নয়ন ঝরে,
আচমকা আজ অকারণে
বুকে কাঁপন ধরে।
কে থামাবে চোখের প্লাবন
ভাসছি নয়ন জলে,
ইচ্ছা মতো ঝরছে যেমন
শ্রাবন বর্ষা ঢলে ।
যে চোখতে ভাব প্রকাশে
দিলাম মনটা তারে,
ভুলের মাশুল গুনছি আজো
দুঃখ বলবো কারে ।