মাইশা হাসে খিলখিলিয়ে
উঠে গাছের শাখায়,
তারার দেশে ঘুরে আসে
প্রজাপতির পাখায়।

পরির সাথে গল্প শেষে
চাঁদের দেশে যায়,
জোস্নার আলোয় মাইশা
খুবই মজা পায়।

আসার পথে মেঘের সাথে
পাঞ্জা লড়ে বেশ,
প্রজাপতির পাখা ভেঙে
স্বপ্ন হলো শেষ।