হাসি নেই কারো মুখে, সুখে নেই দেশ,
মানবতা হারিয়ে, হয়ে গেছে শেষ।
সত্যেরা মরে গেছে, ডুবে গেছে আলো,
সুখে থাকা এজাতি নেই আর ভালো।

ক্ষমতার লোভে আজ ডুবে গেছে তরি,
স্বপ্নেও আসেনা সাধনার পরি।
জমে গেছে ধুলোবালি নীতির সব ভেলা
হিংসের আগুনে পুড়ছে যে থালা।

হানা-হানি চারিদিকে এইযে রক্তের বন্যা,
নিরাপদে নেই কারো মা বোন কন্যা।
দেখেও না দেখার করে তারা ভান,
কালো মেঘে ঢেকে গেছে পূর্ণিমার চান।

আজ আর নেই ভাই স্বাধীনতা কারো,
সত্য বলিও না দেশটা ছাড়ো।
অপরাধে ভরে গেছে স্বপ্নের এই দেশ,
নেই আর নেই ভালো প্রিয় বাংলাদেশ।