ডানা মেলে পাখির মতো
করবো উড়াউড়ি,
হাওয়ার তালে ভাসিয়ে দিব
মনের রঙিন ঘুড়ি।

টগবগিয়ে ঘোড়ার মতো
ছুটবো সারা গাঁয়,
ফুলে ফুলে লুটবো মধু
কে আমারে পায়?

বনবাদাড়ে ঘুরবো সদায়
সদলবলে দুপুরে,
সাঁতার কাঁটবো নিত্যদিন
নদী কিংবা পুকুরে।

কিসের পড়া কিসের লেখা
কিসের এ-তো চিন্তা,
ভাবছি কেবল এসব ছাড়া
জীবন খানা নোনতা।