বাবুরে বাবু ভীষণ শীত
যায়'না থাকা ঘরে,
মাঘের শীতে কেমনে ওরা
ঘুমাই পথের ধারে।
ওদের কথা ভাবেনা কেউ
সমাজ কিংবা দেশ,
আমি শুধু ভাবতে পারি
পারিনা দিতে কেশ।
চাইনা আমি পথের ধারে
মানুষ কাঁপুক শীতে,
এদের জন্য করতে কিছু
ইচ্ছে! জননেতা হতে।
জননেতা হলে আমি
দেখিয়ে দিতাম বেশ,
তীব্র শীতে কাঁপতো না মানুষ
থাকতো সুখে দেশ।