দেখলে আমার,মন ভরে যায়
চাঁদ কপালে টিপ,
মায়া ভরা আঁখি গুলো
করে ঝিকমিক।

দেখলে তোমার মুখের হাসি
মাতাল মাতাল লাগে,
রেশমি চুড়ির ঝনঝনা ঝন
হৃদয় প্রেম জাগে।

পূবাল হাওয়ার তালে তালে
দুলে মাথার কেশ,
মন যে উড়ে অচিনপুরে
দারুণ  অনিমেষ।

রূপকথার ঐ রূপের রাণী
রূপ নগরের পরি,
দিবানিশি  স্বর্গ সুখে
আসমানেতে উড়ি?