চাঁদনী রাতের চাঁদের বুড়ি
চরকা কাটে সারা,
দিনে ঘুমায় রাতে জাগে
নেই যে কোন তাড়া।

সাদা সুতোর জাল বুনে যায়
চাঁদনী রাতের বুড়ি,
রাত হলেই জোৎস্না ছড়ায়
উড়ায় তারার ঘুড়ি।

খিলখিলিয়ে হেসে হেসে
কাটায় জীবন বেশ,
বয়স বুড়ির হয়না বেশি,
রয় তারুণ্যের রেশ।