কড়া রোদের তাপে মোদের
পুড়ে গায়ের ছাম,
ফসল ফলায় কত কষ্টে
পাইনা তবু দাম।
কৃষকও মরে গ্রাহকও মরে
বেঁচা কেনা পণ্য,
ব্রোকার গুলো মধ্যখানে
পকেট ফুলে ধন্য।
আমরা যদি ছেড়ে দি গো
কৃষি যত কাজ,
অনাহারে মরবে সবাই
হয়ে বাংলার পাঁচ।
ঝড় বৃষ্টি কিংবা শীতে,নেই
যে মোদের আরাম,
মাঠে মাঠে ফসল ফলায়
ঘুমকে করে হারাম।