হতাশায় ডুবতে ডুবতে কিছু আলো এসে পথ দেখায়,
অন্ধকারে হারিয়ে যাওয়া পথটি পূর্ণরায় খুঁজি ফিরি।
মনের বৃন্দাবনে কালো মেঘ যখন ঘিরে ধরে,
আবার কিছু প্রিয়জন ভরসা দিয়ে আশার সংযোগ ঘটায়।
নবনন্দে সোল্লাসে সমুদ্র ঝাপিয়ে পড়ি,সাঁতার না জানা সত্বেও,
সমুদ্রের চোরাবালিতে আটকে দম বন্ধ হওয়ার শেষ মুহূর্তে,
কিছু গাঙচিল এসে উদ্ধারের বার্তা প্রেরন করে।
ফিরে আসি স্ব'স্থানে স্বস্তিতে।
মাঝে মাঝে গিরগিটির মতো মনের রঙ বদলে ফেলি,
কখনো সখনো সবকিছু ছুঁড়ে দিতে ইচ্ছে হয়।
বাল্যকালে ফিরার আকাঙ্খা,অনুভুতিও ঘটে ধুলো জমা স্মৃতির পাতাগুলো নয়নজলে মুছতে মুছতে ভেসে উঠে বাস্তবতা।
ক্ষয়ে যাওয়া চপল জোড়াও হতশায় ডুবে
অনাঙ্ক্ষিত ব্যবহারে,
সামনে পথ পাড়ি দিতে দিতে মনে হয়, জীবনটা যুদ্ধর ময়দান বৈ আর কিছু নয়।