ঐ যে ঐ কর্ণফুলী নদী
এঁকেবেঁকে চলে,
ছোট ছোট ডিঙি নৌকা
ছুঁটে হেলেদুলে।
দুই পাড়েতে সারি সারি
উঁচু নিচু পাহাড়,
ছলাৎ ছলাৎ নদীর জল
লাগে চমৎকার।
সাঁতার খেলায় মেতে ওঠে
গাঁয়ের কত ছেলে,
নদীর বুকে চিত্ত সুখে
মাছ ধরে জেলে।
মাঝির গলে ভাটিয়ালি
সুধার মতো লাগে,
উজান ভাটির কর্ণফুলী
হৃদয়ে প্রেম জাগে।