আর দেখিনা আগের মত
মানুষে মানুষে মিল,
নিজেদের নিয়ে ব্যস্ত সবাই
দরজায় কড়া খিল।
আর দেখিনা আগের মত
মশকরা আর ঠাট্টা,
সবাই মিলে হয়না মাস্তি
পুকুর ঘাটের আড্ডা।
আর দেখিনা আগের মত
গোলা ভরা ধান,
যাত্রী নিয়ে বজল কাকা
দেয় না নৌকা টান।
আর দেখিনা আগের মত
বনের পশু পাখি,
পাহাড় দেখে জুড়ায় না আর
সুন্দর দুটি আঁখি।
আগের কথা বলতে গেলে
হবে না আর শেষ,
এই টুকু বলতে পারি
আগে ছিলাম বেশ।