আমি নিরবে হাসি নিরবে কাঁদি তবু বলব না
দেখে যাও একবার,
আমি পুড়ে পুড়ে কয়লা হবো, দেহ করবো অঙ্গার
তবু বলব,কিছুই হয়নি আমার।
আমি বৃষ্টিতে ভিজে ভিজে গায়ে তুলবো জ্বর হবো একাকার,
তবু বলবো না, তুমি এসে উষ্ণতা দাও আরেকবার।
আমার চোখের জল গড়িয়ে সাগরে উপচে পড়ে ধরায় বয়ে যাক বন্যা,
তবু বলবো না, তুমি এসে মুছে দাও থামিয়ে দাও দু'চোখের নোনা কান্না।
আমি সাগরের নীল জলে ডুবে যাব, হারাবো গহীন অতলে,
তবু বলবো না, তুমি আসে আমাকে বাঁচিয়ে নাও জড়িয়ে নাও তোমার মায়াবী ছায়ার আঁচল  তলে।

আমি বাঁচতে ছেয়েছি, তোমার ভালোবাসার
ছায়াতলে,
হতে ছেয়েছি পৃথিবীর শেষ্ঠ প্রেমিক
হতে দিলে না, বাঁচতে দিলে না আমাকে এই মায়াবী পৃথিবীতে।
আমি প্রেমহীন, জলহীন সাগরের কূলহীন প্রেমহীন  নাবিক।