রমজান পেরিয়ে এলো আজি, ঈদুল ফিতর,
ধনী গরিব ভেদাভেদ নেই,কেহ নয় পর।
উল্লাসে উৎসবে,ঘরে ঘরে আনন্দিত প্রাণ,
সকলে গাহি একসাথে সাম্যের গান।
ভুলিবো আজি দ্বন্দ্ব,সংঘাত,সকল অপবাদ,
একই সারিতে পড়বো সালাত,কাঁধে রেখে কাঁধ।
কোলাকুলি আর মোলাকাতে আলোকিত অন্তর,
রমজান পেরিয়ে এলো যে ঈদুল ফিতর।
ফিরনী পোলাও পায়েস,করবো মিষ্টিমুখ,
ঈদের মত সারাজীবন,সবার থাকুক সুখ।
রংবেরঙের পোশাক পড়ে,ঘুরবো সারা পাড়া,
নতুন টাকার ঈদ সালামিতে,আনন্দে আত্মাহারা।
চাঁদের হাসির মত,হাসুক মোদের দু'অধর,
রমজান পেরিয়ে,এলো যে ঈদুল ফিতর।