একদিন আমি একাকিত্ব বেছে নেব,
সেদিন তুমি চাইলেও খুঁজে পাবেনা।
একদিন আমি নিজেকে বিলিয়ে দেব;
চাহিদা থাকলেও শেষ পরে রবেনা।।
ট্রাম রাস্তার মত সামনে থাকবে অনেক বাধা -
বলেছিলাম রাস্তা চলার আগে!
তুমি তো বোঝোনি, মেখেছি গায়ে কাদা
সবার আগে তোমাকে পৌঁছতে লাগে!
এতো কিসের তারা, বলতে পারো ?
সব কিছু ঠিক করে দেবে সেকি হয়!
আমি তো মানুষ, ঘুমের ঘোরে থাকি -
পাছে জেগে থাকলে তোমার কথা শুনতে হয়!
ভয় ভেঙে গেছে, হয়ে গেছি বেপরোয়া -
তিক্ততা আজ তিলোত্তমার কাছে;
অন্য রকম আজকে হয়ে যাওয়া
প্রতিটা অপমানে সেটা বদলিয়ে গেছে।
আমি তো নই সভ্যতার মিনার,
কিম্বা প্রতিশ্রুতির বাস্তবায়ন
ঝেড়ে ফেললে ঝেড়েই ফেলতে পারতে !
কিন্তু আমি আজ অসমাপ্ত পরিবর্তন।।
তবুও বলবো আমার একাকিত্ব ভালো;
তুমি নাহয় অন্যকে বেঁধে রাখো
আমি এবার ঘুমাবো না হয় পালাবো -
আমি এবার সব ছেড়ে হারিয়ে যাবো।।