৯৫
গোপীর কাণ্ড
পিশিমা আদর করে ডেকে বললেন, “গোপী,
ভালো করে দেখে-শুনে আন গোটা দু’ই কপি ।“
পিশির কথায় গোপীনাথ পড়ে গেল চিন্তায়,
অবশ্য জানে ন্যু মার্কেটে সবই পাওয়া যায় ।
অনেক খোঁজাখুঁজির পর জোগাড় করে গোপী ;
পিশিমা-মণির মনে ধরবে এমন দু’টো 'কপি' ।
ছাই ছাই লোমে ঢাকা, দু’জনের খুব ভাব
মনে মনে নাম রাখল বেগম আর নবাব ।
জগৎ জয় করে এসেছে, ঘরে ফিরল গোপী ;
"ও পিশি, দ্যাখ, পেয়ে গেছি মনের মতো কপি ।"
হায় পোড়া কপাল ! পিশি রাগে গজর গজর ;
“চেয়েছিলাম বাঁধাকপি, আর আনলি কিনা বাঁদর ।
তোর মত বাঁদর থাকতে বাঁদরে কী দরকার ?
তুই-ই তো বাঁদর-বঙ্গ-বিভূষণ পাবি পুরস্কার ।“
মনঃক্ষুন্ন গোপী বলে, "লেখা আছে, চলন্তিকায়,
‘কপি’ মানে শাখামৃগ, মানে বাঁদরকেই বোঝায় ।“
৯৬
চাঁদুর কাণ্ড
যে যখন যা উপদেশ দেয় মান্য করে চাঁদু ;
“আট-ঘাট বেঁধে কাজ করবি।“ বলেন বড়ো দাদু ।
বাড়ির পিছনে বিরাট দিঘি, একটা মাত্র ঘাট ;
আরো সাতটা বাঁধার জন্য জোগাড় ইট-কাঠ ।
"এতগুলো ঘাট কি হবে রে ?" সবাই জানতে চায় ;
চাঁদু বলে, “ কাজে নামব, বাধা যাতে না পাই ।”