৯১
তালে মেলা তালটা
বদলেছে কালটা
তালে মেলা তালটা ;
আজ পার ডোবা-নালা
কাল পার খালটা ।
তারপর পেরোবি
সুয়েজ জিব্রাল্টার ...
মাথাটা ঠিক রেখে
দিয়ে চল চালটা ।
হাতে রাখ তৈরি
তরবারি ঢালটা ...
তুড়ি মেরে উড়িয়ে দে
অচল আড়ালটা ।
পালটে যাচ্ছে সব
বুঝে-শুনে পালটা ।
গাছটা না জানলে
বুঝবি না ডালটা ।
ঝুলিটা ছিঁড়ে ফেল
বেরোবে বিড়ালটা ;
ঝড়ে রুখে দাঁড়িয়ে
সামলে নে টালটা ।
পুকুরটা গভীর হোক
হাতে তোর জালটা ...
পায়ে মাথার ঘাম,
পাবি ভাত-ডালটা ।
৯২
কথোপকথন ৪
-“শোন শোন, কোথায় থাকিস রে খোকা ?’’
-জোঁকা ।‘’
-“বাঃ বেশ । তা তোর বাবার কী নাম ?’’
-“ছিদাম।‘’
-“আচ্ছা । এবার বল তোর নামটা শুনি ।‘’
-‘’চুনী ।‘’
-‘’পদবী আছে তো ? না চুনী শুধুই ?’’
-‘’গুঁই।‘’
-‘’হ্যাঁরে চললি কোথায় এই ভর-দুপুরে ?’’
-‘’মধুপুরে ।‘’
-‘’মধুপুর ? তো বহু দূর, সে কার কাছে ?’’
-‘’বন্ধু আছে ।‘’
-‘’তা, তুই একাই কী যাবি বন্ধু বাড়ি ?’’
-‘’একাই পারি।‘’
-‘’হুম । দেখছি এ বয়সেই লায়েক হলি !’
-‘’এবার চলি ।‘’
* ৯১ "বর্বর বর " ছড়াটি তুলে নিলাম । কেন না ওতে ছন্দগত ত্রুটি প্রকট । তাড়াতাড়ি টাইপ করে পোস্ট করেছিলাম সম্পদনার সুযোগ হয়নি । ধন্যবাদ ।