৭৯
মায়ের স্বপ্ন
নাচ শিখত, গান শিখত এবং শিখত আঁকা
ক্রিকেট কুস্তি যোগ-ব্যায়াম সময় ছিল না ফাঁকা ।
সন্ধেবেলা তিনটে কোচিং, সকালবেলা সাঁতার
মধ্য-রাতে পাতা উল্টোয় হোম-টাস্কের খাতার ।
বাবা বলেন, “ মনে রাখিস, লক্ষ্য মেডিকেল ।“
কাকা বলেন, “ উঁহু ক্রিকেট, টঙ্কা-খ্যাতি অঢেল ।
আই পি এলে একটা চান্স, মার মার কাট কাট ...
শচীন কিংবা গেইল হবি, নিদেন পক্ষে বিরাট ।“
পিশি বলেন, “তার চে বরং অভিনয়টা শিখুক ;
চার ছ’মাসে সিক্স প্যাক, হৃদিক রোশন লুক ।
গোটা চারেক মাত্র হিট, দেবে হলিউডে পাড়ি
দেশ-বিদেশে বাড়ি হবে, খান-পঁচিশেক গাড়ি ।“
মাসি বলেন, “পিকলুর চোখে শ্রাবণমেঘের মায়া ;
ওর মুখে যেন দেখতে পাই সাহিত্যিকের ছায়া ।
ইংরাজীতে লেখে যদি, তদবিরে জোটে বুকার,
জেমস দ্বীপে নিজের বাড়ি, খেলবে গলফ স্নুকার ।“
দাদু বলেন, “ছাড়ো তো ও সব, পিকলু আকাশ দেখুক ...
সকালবেলার পাখির মতন গায়ে রোদ্দুর মাখুক ।
মা বলেন, ছড়িয়ে মিষ্টি হাসি, স্বপ্ন-ভরা দুই চোখ,
“আর চাই না কিছু, পিকলু আমার খাঁটি মানুষ হোক ।“
স্বপ্নে পিকলু শিখর দেখে চারপাশে তার খাদ
যোগ জানে না, নিজের থেকে, নিজেকে দিয়েছে বাদ ।
৮০
বন্দীরাম বন্দী
বাঘদল ছাগদল লম্ফ-ঝম্ফ
ঝড়বেগ ধুলোমেঘ ভূমিকম্প
ডিম ডিম ডিণ্ডিম ঘোর বাদ্য
খাদক চম্পট হাসছে খাদ্য ।
ঘর্ঘর তুরপুণ জ্বর জ্বর অঙ্গ
জঙ্গলে মর্মর রঙহীন বঙ্গ
বন্ধন শৃঙ্খল বন্দী নন্দী
ফুল ফুল অন্তর চম্পা-গন্ধী ।