৬৯
লোকে অলৌকিক
মেঘ ডাকছে ডাকুক চুপটি করে আছি
জানালা-দরজা বন্ধ,
দিচ্ছি না তো সাড়া ;
বাতাস কড়া নাড়ুক আমড়াগাছি করুক
অন্ধ ঝরে পড়ুক
শ্রাবণ-বৃষ্টি ধারা ।
আজকে আঁকার ইচ্ছে নদীর পারে বন ।
বনের মধ্যে পথ,
মাথায় ছাতা পথিক ।
পথের ধারে রাখব কুটির আমার মন
জগৎ ছায়ানীল
লোকে অলৌকিক ।
৭০
অম্বলের দাওয়াই
অম্বলে যদি ভো’গো গায়ে দাও কম্বল ;
কিংবা ঘোড়ায় চড়ে পাড়ি দাও চম্বল ।
পাতি ব্যোম-ভোলে গাছ, জঙ্গলে যদি পাও ;-
মঙ্গলবারে চড়ে ভোম্বল হয়ে যাও ।
সম্বলের বড় শালা অম্বলে খেত বেল
করেন কর মুকুব, বড়োলাট ক্যাম্পবেল ;
কিংবা ভঙ্গিল পর্বতে চাষ করো তাম্বূল
পাঠাও কঙ্গো, মঙ্গোলিয়া আর ইস্তাম্বুল ।