৫৯
নফরচন্দ্র-রহস্য

ঝাড়ে-বংশে         গোঁফ-দাড়ির বিনাশ         নফরচন্দ্র গরাই ;
হেসে বলেন,       “আরে, আমি তো একটা     মেয়েদের স্কুলে পড়াই ।“
সেই নফর           ভারি অবাক কাণ্ড             রাখলেন গোঁফ-দাড়ি ।
অনেকেরই           মনে  কৌতূহল              “কারণ কী জানতে পারি ?”
হাট-বাজারে         মাঠে ঘাটে ঘরে              তর্ক-ঝগড়া-ঝাটি ;
রহস্যের             আর হয় না কিনারা           হাতাহাতি লাঠালাঠি  ।
স্কুল বন্ধ             ঝাঁপ বন্ধ দোকান             শিকেয় উঠেছে কাজ ;-
বদ্রু মিশ্র             কালাংড়া গাইতে             গেয়ে ফেলেন খাম্বাজ ।
বিরোধী পক্ষ         হৈ হট্ট গোল                   চ্যানেলে চ্যানেলে তর্ক ;
দিকে দিকে          রেড-এলার্ট জারি             সেনা-বাহিনীও সতর্ক ।
লেজে-গোবরে       যত নেতাও মন্ত্রী              সরকার টলমল  ...
গড়িয়ে গেল          নর্দমা দিয়ে                   গঙ্গার ঘোলা জল ।
হন্তদন্ত                শুরু হল তদন্ত                বাতাসের  দমবন্ধ  ;  
এ আই সি আই      সন্ত্রাসবাদী                    চক্রান্তের গন্ধ ।
নফরচন্দ্র              হলেন নজর বন্দী            পাপারাৎসি সমাবেশ ...
রাজী হলেন           স্বয়ং খোলসা করবেন        দাড়ি-নির্মূল “কেস” ।  
দেশ-বিদেশের        শত–হাজার চ্যানেল         মারামারি কাড়াকাড়ি ...
নফরচন্দ্র              শেষে বিশদ, "পোকা         কেটেছে বউয়ের শাড়ী ।"
বাড়িতে খান          শুধু হাওয়া চচ্চড়ি             ছেড়েছেন ঘোড়া-গাড়ি ;
দাড়ি-কামানোর      খরচ বাঁচিয়ে ফের            কিনবেন সিল্ক শাড়ী ।

৬০
বঙ্কা

বনিকেরা ধনী হয়      জেনে গেছে বঙ্কা,
সস্তায় মাল কিনে       কাঁড়ি কাঁড়ি টঙ্কা ।
সিমলায় নিশ্চয়         শিম হবে সস্তা ;
ডিমাপুরে হয়ে যাবে    ডিমের ব্যবস্থা ।
ধানবাদে ধান পাবে    পাইকারী দামে ;
গাড়ি ফ্ল্যাট-বাড়ি        স্বনামে বেনামে ।
লঙ্কার সন্ধানে           যাবেই শ্রীলঙ্কা ...
বেচল জমি-জমা        মনে নেই শঙ্কা।