৫৭
কথোপকথন

“মশায়, বাসা কোথায় ?” প্রশ্নটা শুনেই বাবু তো চটে লাল ।

“ এ কী ! কোক… কোন আক্কেলে, ভদ্রলোককে দিলেন গা গালাগাল ?”

“গালি দিলাম ? বলেন কী ? জানতে চাইলাম তো বাসা !”

“ছিঃ ছিঃ ছিঃ আ আ আপনি ভদ্রলোক ? সং সং সংযত করুন ভাষা ।“

“আচ্ছা, কোন ভাষাটা খারাপ ? আমায় একটু বুঝিয়ে বলুন ।“

“জলজ্যান্ত এক ভদ্রলোককে কিক্ কী না ব ব বলে দিলেন শকুন !”

“শকুন ? সে আবার কখন বললাম ? কম শোনেন নাকি কানে ?”

“বাব বাসা কথাটার কিক কী মানে ? দে দে দেখুন না অভিধানে ;
বাব বাসা কে বাঁধে ? পাক পাক পাখি তো ? কা কা কার লম্বা ঘাড় ?
আমাকে শ শ শকুন বলার কে কে দিয়েছে অ অ অধিকার ?
ঘা ঘা ঘাড় আমার ল ল লম্বা ঠিকই, যদি বলতেন জি জি জিরাফ ;
শ শকুন ব বলার মতো সেটা কিক কী অতটা হত খা খা খারাপ ?
আপনাকে যদ যদি ভোঁ ভোঁ ভোঁদড় বলি কিংবা বলি ভা ভা ভাম …
আমার কল কল কল্পনা শক্তির খুব হবে কিক কী ব ব বদনাম ?"

“ঘাট হয়েছে মশাই, নাক-কান মলি । অতটা তলিয়ে দেখিনি ভেবে ।“

“ঘা ঘা ঘাটে এলেই চান হয় কিক ক্কী ? জ জ জলে দেখুন নেবে ।"

৫৮
কর-ব্যবস্থা

খাঞ্জাখানের খালাতো ভাই খানাতুল্লা মুজাফফর,
পাঁচ বছরের শাসন কালেই বসিয়েছিলেন পাঁচ শ’ কর ।
স্বাস্থ্যবানের স্বাস্থ্য কর,
পরিতৃপ্তিতে তৃপ্তি কর,
বছিরুদ্দি ঢ্যাঁড়া পিটিয়ে, আদায় করত হাস্য কর ।