৫৩
তুই তো

সকালের ঘাসে মণি-মাণিক্য
মেঘে সিংহের ছবি ।
“এ সব দেখিস ? এই সেরেছে !
তা’হলে তো তুই কবি ।“

কালো দিঘিজলে বৃষ্টি পড়ে
ফুটছে অতসী যূঁই ।
“এ সব ভাবিস ? এই মরেছে !
তবে তো শিল্পী তুই ।“

স্বয়ং নদী, পেরোতে পারে না
মানি আর না মানি ।
“বুদ্ধু কে বলে ? তুই দেখছি
পুরো দস্তুর জ্ঞানী ।“

দেখার সীমা ঐ দূর দিগন্ত
তাকালেই দেখা যায়  ...
বন্ধ চোখের দৃষ্টি পথিক
সীমা পারের সীমায় ।

সীমার পারে অসীম থাকে
দিক-হারা সব দিক ।
“বকমবাজ কে বলে তোকে ?
তুই তো দার্শনিক । “

৫৪
মাটি ও কোদাল

কোদাল মাটিকে বলে, “শোন মাটি ভাই,
তোমাকে কোপাতে কিন্তু বড়ো দুঃখ পাই ।
উপায় কী  বলো বন্ধু, কোপানো ধরম
তোমারও যে দোষ আছে, স্বভাব নরম ।“

মাটি বলে, “ হে কোদাল, দুঃখ কেন পাও ?
প্রতিদিন সে  কত  সাজে আমাকে সাজাও ।
যা আছি ভাই থাকব তাই, অমর-অক্ষয় ;
অচিরে অবলুপ্ত হবে তোমার পরিচয় ।"