৫১
মহামতি অশোকের আমলে আসে ইংরেজ
পণ্ডিত ও গবেষক
দণ্ডধর সাধুখাঁন ;
এমন বিষয় নেই
রাখেননি অবদান ।
মুঘল আমলে আসে
নাকি ইঙ্গ-বনিক !
লেখা আছে ইতিহাসে,
আদৌ কী ঠিক ?
তথ্যটা ডাহা ভুল
জানালেন সাধুখাঁন ;
হাতেও প্রমাণ আছে,
নয় শুধু অনুমান ।
অশোকের ডাকে আসে
হেঁট-মাথা ইংরেজ ...
দেখেই তো তাজ্জব ;
ভারতের এ কী তেজ !
যেথা হাঁটু গেড়ে বসে
যত আকাট ইঙ্গ ...
সেই জায়গাটা হল
আজকের Call-ইঙ্গ ।
৫২
গোনাগাঁথা
এক
সকালবেলা আলোর খেলা,
দু'চোখ ভরে দ্যাখ ।
দুই
দিগন্ত-হারা বৃষ্টি -ধারায়,
ফুটে উঠবি যূঁই ।
তিন
এলেই ভোর, বুঝবি তোর,
নতুন জন্মদিন ।
চার
ভেসে যাওয়া, শুধুই পাওয়া,
নেই কিছু হারাবার ।
পাঁচ
আর কিছু নয়, যদি হতে হয়,
হ' কেল্লার মতো গাছ ।
ছয়
শুধু ইচ্ছে কর, যে কোনও শিখর,
অতি সহজেই জয় ।
সাত
দাঁড়াবি রুখে, সহাস্য মুখে,
যখন ঝঞ্ঝাঘাত ।
আট
"আমার আমার" করে যে তার,
নামটি হল আকাট ।
নয়
দূর থেকে দূরে যা রোদ্দুরে,
কাটে কুয়াশা-সংশয় ।
দশ
নিজের কাছে, যে বাঁধা আছে,
জগৎও তার বশ ।