৪৯
ধনী হবার সহজ উপায়
ধনী হবার সহজ উপায় আমারও জানার ইচ্ছে ;
শুনলাম এক সিদ্ধগুরু চেম্বারে টিপস্ দিচ্ছেন ।
সাত-সকালে পৌঁছে দেখি হাজার পাঁচেক লোক ;
আমার মতো অতি সহজে ধনী হওয়ার ঝোঁক ।
বাবার এজেন্ট চরকি নাচন মেজাজ যেন নবাব ;
দশটা প্রশ্ন করলে দেন না একখানারও জবাব ।
পুড়িয়ে অনেক কাঠ-খড় লেখানো গেল নাম ;
ব্ল্যাকে কুপন, পড়ে গেল হাজার টাকা দাম ।
বাবার রেট পাঁচটি হাজার এবং দালাল দুই ;
পেটে ছুঁচোয় গোত্তা, মন পুলকে কুঁই কুঁই ।
রোদ-গর্মিতে বেগুন-পোড়া সন্ধ্যা যে হয় হয় ;
চেম্বারে আমার ডাক পড়ল বাবা ভারি দয়াময় ।
স্মিত হাস্যে বলেন প্রভু, "বেটা, ধনী হবার মন ?
গুরু বিষ্ণু, গুরুই ব্রহ্মা আমিই উদাহরণ ।"
৫০
রামদীন
রামদীন সারাদিন রামধুন গাইত ;
থেকে থেকে হাই তুলে, বলত সে, “তাই তো ।“
তাল গাছ থেকে পড়ে,
ছোট শালা গেছে মরে,
খবরটা শুনে বলে, "খোকার মায়ের ভাই তো ?"