৪৭
ব্যবসায়ী
“ঠা ঠা রোদে দাঁড়িয়ে কেন ?
আসুন আমার ছাতায় ।
ঘিলু শুকিয়ে ঘুঁটে হবে যে
মাথাকে কী কেউ তাতায় ?”
“ভারি উপকার হল দাদা
জানাতে হয় ধন্যবাদ ”
“ছিঃ ছিঃ ও কথা বলছেন কেন ?
ওটা না হয় দিলেন বাদ ।
ছায়া আমি সস্তায় বেচি,
মিনিটে মাত্র বারো টাকা ;
টেন পারসেন্ট ছাড়ও আছে
তবু থাকে দোকান ফাঁকা ।
দিনেই যা হোক বিক্রি-বাটা
এ ব্যবসা বন্ধ রাতে ;
রাতে অবশ্য ভয় বিক্রি করি
সহজ কিস্তি ও সস্তাতে ।"
৪৮
ফরমান
রাজা মশাইয়ের মাথায় টাক
মুকুটে ঢাকা থাকে ।
উচ্চণ্ড গরমে মুকুট
খুলতেই হল তাঁকে ।
জারি হল কড়া আদেশ :
কারো মাথায় থাকবে না কেশ ;
রাতারাতি মাথা মুড়োতে হবে,
রাজ্যের সব প্রজাকে ।