৪৫
নকুড় খুড়োর খুড়ি
নকুড় খুড়োর খুড়ি
বয়স চার কুড়ি ;
কোঁচা দিয়ে শাড়ি পরে
ঠেলে গাছের গুঁড়ি ।
অবাক কাণ্ড বটে
পাড়ায় খবর রটে ;
পুকুর গেছে খুড়ি
জল আনবে চটে ।
সকালে হৈ চৈ
বটের গুঁড়িতে মই …
নকুড় কাঁদে ফ্যাঁচ ;
খুড়ি কৈ ? খুড়ি কৈ ?
গাছের ডালে খুড়ি ;
সাথে গোবর ঝুড়ি -
ফোকলা মুখে হাসে
আর বাজায় তুড়ি ।
সবাই আসে ছুটে -
হাটুরে-ফড়ে-মুটে -
খুড়োর খুড়ি নাকি
আকাশে দেবে ঘুঁটে ।
৪৬
ছুঁতে চাইছি তাঁকে
নদীর ধারে গ্রাম ;
কুসুমাডিহি নাম ।
নদীর নাম ভোর -
সাঁকোটি আলোর ।
পথিক তো সকাল ;
হেমপর্ণী ডাল ...
ফুলের ভারে ঝুঁকে -
তাকাই সকৌতুকে ।
ছুঁতে চাইছি তাঁকে -
দাঁড়িয়ে চুপ বাঁকে ।