৪৩
ঘাস ও কাস্তে

ঘাস বলল, “একটা কথা বলি ও ভাই কাস্তে ;
বলো তো কী মজা পাও  ? কাটো, যেতে-আসতে ?
আমরা তো ফের বেড়ে উঠি, কথা তো সেটা নয় ;
তোমাদের শুধু পণ্ডশ্রম আর লাভ দন্তক্ষয় ।
যেমন আছি তেমনই থাকব এ শ্যামল  বিশ্বাস ;
চোখ বুজলে দেখি তোমাদের বিনাশ-সর্বনাশ ।

কাস্তে বলে, “ঠিক বলেছ, ক্ষমার অযোগ্য, ভাই
যা করি তা করি  সবই কিন্তু পরের ইচ্ছায় ।“

৪৪
মামা-বাড়ির মামদো

মামা-বাড়িতে থাকত আমুদে এক মামদো
প্রায়ই বলত সে, “মুঝে ভি এক আম দো ।“

সে যে কী বিরাট  মুশকিলে পড়তাম আমরা
অকালে না আম পেয়ে যোগাতাম আমড়া ।

আমড়া পেয়েই সে,
                আসত কামড়াতে ;
গোবরের কাক-তি্‌ল
                  আঁকত চামড়াতে ।
বলত গোমড়া মুখে,” ইয়ে পেড় মেরা হ্যায়,
তুম লোগ কিঁউ তোলা ? আভি মুঝে দাম দো ;
খত ভি  লিখ না হ্যায়, ইক হরা খাম দো ।“