৩৯
সরস্বতীর অভিযোগ
সরস্বতী শিবকে বলেন, “ড্যাডি,
সেকেলেই রয়ে গেলে বড্ড !
না নেতা, মন্ত্রী, না ফ্লিম-স্টার ...
ভূত-প্রেতের সাথে কিনা আড্ডা !
টানো মান্ধাতা আমলের কল্কে ;
এখনও এ সবের আছে চল কী ?
সব্বাই পাইপ-চুরুট-সিগারেট
কী মজাদার খুশবু, কী হাল্কা ।
বোয়িং এয়ার-রুটে ফরেন-ট্যুর
কী আর এমন আহামরি ভাড়া ?
এখন বলতে ভারি লজ্জা করে,
আমার বাবার বাহন কি ? না ষাঁড় !
কোথায় কী হচ্ছে তা দেখতে
যোগে বসে জাগাও আত্ম-শক্তি ;
ঘরে বসেই হাজারটা চ্যানেল ;
টি ভিতে সবাই রাখে চোখ তো !
স্মার্ট ফোন সক্কলের কানে ;
নেট চ্যাট ফ্রি-টক গান শোনা ...
মর্ত্যে যখন পুজো নিতে যাব,
কী করে খবর রাখবে শুনি ?"
৪০
বঙ্গ-ভঙ্গের আসল কারণ
জুন মাসে জন্মেছিলেন
কুন্তী-পুত্র অর্জুন ।
বাঙালী জাতি অকাল-পক্ক্ব
বড়ো তর্ক-তরজা ;
ইঙ্গ বিশেষ-অজ্ঞের মত
ফুৎকারে করে বর্জন ।
ব্রিটিস-মহিষ শিঙ উঁচিয়ে
ষাঁড়ের মতো গর্জায় ।
রেগে টঙ বঙ্গ-ভঙ্গ
করলেন লর্ড কার্জন ।