৩৫
কবিরাজ গ্যাঁড়াগোবিন্দের নিদান
কবিরাজ গ্যাঁড়াগোবিন্দ
রোগ তাড়ান ধমকে ;
নাকে খত দিতে নাকি
বাধ্য করেন যমকে ।
বড়ো কর্তার শিরঃপীড়া ;
গ্যাঁড়া দিলেন নিদান ...
মটকা চড়ে বড়ো গিন্নি
গাইবেন রাগ-প্রধান ।
ন ছেলে তিন্তিড়ী গাছে
থাকবে বাদুড় ঝোলা ;
হরদিন নয় বউ খাবে
নব্বই সের ছোলা ।
ন্যাড়া হবে সাতাশ নাতি
মাথায় গোবর মেখে ;
ধানখেতের আল বরাবর
ছুটবে এঁকে বেঁকে ।
ফুলের বনে একুশ নাত্নী
আলতায় চুল ছুপিয়ে ...
সোনাচাঁপায় চক্ষু ঢেকে
কাঁদবে কেবল ফুঁপিয়ে ।
৩৬
স্বরবর্ণ পরিচয়
অ আ
ইচ্ছে করলে আকাশটা, হাত দিয়ে যায় ছোঁওয়া ।
ই ঈ
আয়নায় তাকিয়ে দেখো, নিজের সত্যি মুখশ্রী ।
উ ঊ
নিকটকে ঠিক না জানলে, যায় না জানা সুদূর ।
ঋ
ভুলেও ভুলে যেওনা যেন, কার কাছে কত ঋণ ।
এ ঐ
চেনো আলো-বর্ণমালা, পড়ো মাটির লেখা বই ।
ও ঔ
অবোধ ভাবে তারই জন্য, মৌচাকে জমা মৌ ।