৩১
কী করা যায়
কিছু একটা করতেই হবে
চমকে উঠবে জগৎ ;
শুধু আমার না, বাবার এবং
দাদারও এক মত ।
মনে মনে ছকি নীল নকশা
ছিঁড়েও ফেলি রোজ ;
সে কোন শিখর অপরাজেয়
চলছে তার খোঁজ ।
কিছু করতে চাইলেই দেখি
কেউ করেছে আগে ;
বানিয়ে রাখা পথে কী আর
চলতে ভালো লাগে ?
সহজ সহজ যত ব্যাপার
আগেই জবর-দখল ;
কাসুন্দি ঘাঁটার ইচ্ছে নেই
ঘেঁটেই বা কী ফল ?
মা বললেন, এক যাদুকাঠি
কর না আবিষ্কার ;-
ছোঁয়ায় মন মাঘী-সকাল ...
কাটবে অন্ধকার ।
৩২
ঋণ
আঁকা ছবিটি
পথটি আঁকাবাঁকা …
তাঁর হাসিটি
ধরেছে কুড়চি শাখা ।
সফল বেঁচে থাকা ।
শ্যামশ্রী গ্রাম
পাখি-ডাকা দিন ;
ফুলে লেখা নাম
সুগন্ধ রঙিন ।
তাঁর কাছেই ঋণ ।