২৫
কান মোলয় কাণ্ডজ্ঞান
‘কাকা, কাকা’ ডাকলেই উড়ে আসে কাক ;
খুড়ো বলে ঘন ঘন তাই ছাড়ি ডাক ।
কাকা তো রেগে আগুন, “হয়েছি কী বুড়ো ?
ফের খুড়ো ডাকলেই হবে হাড় গুড়ো ।“
কাকু কাকু বলে তাই ডাকি আজকাল ;
‘কু’ ডাক শুনেই কাকা, চটে মটে লাল ।
কেটে গেল ঝঞ্ঝাট, ডাক ছাড়ি চাচা …
ন্যাড়া্রাম তাড়াতাড়ি ভরা হাঁড়ি চা ।
কী আপদ ! শুধু চা কী খাব দিন-রাত ?
খাটিয়ে নতুন বুদ্ধি ডাকি খুল্লতাত ;
কাকার আপত্তি বলেন, “ডাক পিতৃব্য
কানে গুঁজে হেডফোন হয়েছ অভব্য ।“
কান মোলায় কাণ্ডজ্ঞান পিতৃব্য ডাকি
কাকার মন্তব্য নেই, হেসে কুটি কাকি ।
২৬
ছবি
যা দেখি সবই ...
এ মনে ছবি ;
স্মরণ-অতীত
বসন্ত-শীত ।
রাখব ধরে ।
আঁকব পরে ;
সঙ্গে মায়া ...
আলো ও ছায়া ।