২১
কুকুরের বুদ্ধি

জল টল টল পুকুর
তখন  বেলা দুপুর ;
হাটের সওদা সেরে
ফিরছিল এক কুকুর ।

হঠাৎ তাকিয়ে দেখে
গামছায় মাথা ঢেকে,
বসে মৎস্য শিকারি
ফাৎনায় চোখ রেখে ।

ফাৎনাটি নড়ে যেই
হ্যাঁচকা এক টানে
তুলে ফেলল মাছ,
বুঝল নড়ার মানে ।

কী বুদ্ধি মাছ ধরার
বিলম্ব নয় আর
জলে ডুব দিল, ওপরে--
পুচ্ছটি নড়ে তার ।

২২
পারানি

পাতার ডিঙি
যাত্রী আমার নাম ;
ডিঙি যাবে কুসুম গ্রাম ...

পারানি রৌদ্র-ছায়া
বৃষ্টি-মেঘমায়া
আর কী নেবে দাম !