গল্প দেশে থাকি

হৈ চৈ চেঁচামেচি লোক জুটেছে দেদার ;
ছুটে এসে মস্ত খবর দিল বেঁটে কেদার ।
রাস্তাধারে গাছ, দেখি গিয়ে সেই গাছে,
প্রকাণ্ড এক রামষণ্ড দিব্যি বসে আছে ।
চুলকোয় কান ঘেমচি কাটে ও হাসে,-
বউটি জড়সড় কিন্তু বসে বরের পাশে ।
দু'চোখ কচলে ভাবি এ সব স্বপ্ন নাকি ?
চোখ মটকে বলদ বলে, “গল্প দেশে থাকি ;
শুধু গাছ  নাকি ?  আকাশও কিন্তু  পারি...
শিওে সূর্য, ভেবে বসো না ফালতু শৃঙ্গধারী ।“

১০
জোঁকের বাড়ি, শোকের বাড়ি

জোঁক জোঁক জোঁক
রক্ত শোষার ঝোঁক ।
এখন জোঁকের বাড়ি
নাকি  শোকের বাড়ি ।
মানুষ পাওয়া শক্ত
গায়ে মানুষের রক্ত ।
বেশির ভাগ লোক
মানুষ তো না, পোক ।