৫
জনার্দনের শর্ত
জনার্দন দাদন দেন
সহজ রকম শর্তে :
তে-রাত্তির ঘুমোতে হবে
খ্যাঁক-শেয়ালের গর্তে ।
এটা একটু কঠিন হলে,
কোঁড়া দিঘির অগাধ জলে
আটারো-হাতী কোরা ধুতি
কুঁচিয়ে হবে পরতে ।
আরো একটা উপায় আছে,
মটকায় হবে চড়তে ;
সাতকাণ্ড রামায়ণ
চেঁচিয়ে হবে পড়তে ।
কিংবা কোনও জ্যোৎস্নারাতে,
সটান গিয়ে চাঁদ পাড়াতে
লক্ষ সোনার কলস চাঁদের
আলোয় হবে ভরতে ।
৬
সরস্বতী স্নান
এই এই নাম কী তোর ?
--মাঘ মাসের পঞ্চমী ভোর ।
সরস্বতী মানে কী বল ?
--আলোক ধারা ছলোছ্বল ।
এ আবার কী নামের মানে ?
--বুঝবি সরস্বতী-স্নানে ।