৩
গজল গায়ক
আরে ও শেয়াল ভায়া
সারেঙ্গিটা হাতে--
হনহনিয়ে চললে কোথায়
ফিঙ-ফোটা জ্যোৎস্নাতে ?
তবে আর বলছ কেন ?
আমারই যত ধকল ;
নদীর পারে হচ্ছে সভা
গাইতে হবে গজল ।
হাওয়াতে ফিস্ ফিসানি,
এসে গেছে অঘ্রাণ...
অনেক করে ডাক দিয়েছে
সোনালি শালিধান।
দাঁতের ব্যায়াম করছে
রসিক মূষিক কিছু এসে ;
গান শোনাতে চলেছি ভাই
ওই ওদের ভালোবেসে ।
৪
সন্ধ্যাসখী
গোরুর শিঙে
ফিঙে
ছায়ান্তরে মিলিয়ে যাচ্ছে
ডিঙি...
সন্ধ্যাসখী স্বভাবদোষে রঙিন...