ওটা কে ?

ওটা কে ? ওটা কে ?
স্ফুটন বলে ফোটাকে
উদয়  বলে ওঠাকে
অখণ্ড বলে গোটাকে
স্থূল বলে মোটাকে
বৃন্ত বলে বোঁটাকে
ঘুট্টন বলে ঘোটাকে

কে ওটা ? কে ওটা ?
পণ্ডিত না রাজার ব্যাটা
হণ্টন বলে হাঁটাকে
কণ্টক বলে কাঁটাকে
ঝিণ্টী  বলে ঝাঁটাকে
পণ্টন বলে কী পাঁঠাকে ?

কে ওটা ? কে ওটা
ভেড়ির মালিক ? কেউকেটা ?


ও কে ?

হাসি পেলে হাসে
কাসি পেলে কাসে
ভোরবেলায় শিশির
ছড়িয়ে থাকে ঘাসে ।