আমার স্বপ্নগুলো মেলাতে পারিনা আজ আর
সাজাতে পারিনা তাদের তোমার ধারণা থেকে,
অনুভবের গলিপথে অনেক রাত উঠেছে জমে
অন্ধকারে গিয়েছে ঢেকে ছায়াপথের মায়া।
বলো অনুপমা–
আর কত রাতের শেষে পবো আমি ক্ষমা?
তোমার ভুলের অতীতে ছাড়খাড় আমি,
স্মৃতির অক্টোপাশে নিহত কিছু মায়া,
অভিমানী আবেগ তাই নিয়েছে বিদায়,
সুখের অনুভতি সব বিচূর্ণ- চৌচির।
বলো অনুপমা–
আর কত হারালে তবে পাবো আমি ক্ষমা?
আজ টুপ করে খসে পরে মিথ্যের মুখোশ,
নষ্ট দিনের কায়া উঁকি মারে এখনো;
তাই দিব্যি মায়ার তালে ছলনার রঙ,
চুপিসারে পুড়ে যায় আমার এহৃদয়।
বলো অনুপমা–
আর কতটা পুড়লে হৃদয় পাবো আমি ক্ষমা?
তোমার ভুলের মতো করে ভুল হাওয়ায়
ভাসতে চাই-ভাসাতে চাই একবার,
ভয় নেই, হারানোর কিছু নেই তাই।
উথাল ঢেউয়ে আমারও আবরণ হোক চুরমার।
বলো অনুপমা–
কফিনের শেষ পেরেকে পাবো আমি ক্ষমা?