অগোছালো প্রেম লুটোপুটি তোর বুকে
সাজানো হয়নি সংসার আজও
সাজাতে চেয়েও বিদ্রুপের হাসি,
মলিন হয়ে আসা লিপস্টিকের ছোঁয়ায়
অনুপমা ক্ষত রেখে যাও।
কমদামী শরীর ঢেকে যায় মাকড়শার জালে
জলে ধুলে থাকে না কোনো দাগ
রঙ আরও রঙ চাপাও,
বিদায়ী বসন্তের ভোরে
অনুপমা ক্ষত রেখে যাও।
শীতের কাঁথায় জমাটি ভোর
শরীর জাপটে শীতল আদর: দূর পাহাড়ে
স্বপ্নগুলো নিয়েছে বিদায়,
কালসিটে পড়া আবেগের বাসরে
অনুপমা ক্ষত রেখে যাও।
যা কিছু অতীত মৃত তোমার চোখে
হয়তো অতীত হব অামিও
নতুনের চাহিদায় বাতিলের দলে,
যাওয়ার আগে সময় কিছুটা বাকি
অনুপমা ক্ষত রেখে যাও।