স্মৃতীদের পিছুটান ভাসে খেয়ালী গাঙে,
স্রোত নেই, তবুও ভেসে চলে
অন্ধকারের বুক চিড়ে:
চারদিকে কেউ নেই একা নিরালায়
শুধু ভেসে চলা ঘর বাঁধার তাগিদে।
আবছা আজ ঘর ছাড়ার স্মৃতি
ঘরের তাগিদেই অনন্ত এই পথচলা
স্মৃতীরা ক্লান্ত, ভাবনাগুলোও,
ঘরের কোণে মুখ লুকিয়ে একলা কাঁদে প্রিয়া
তার ঠিকানা নেই জানা।
আনমনা চাউনি অাজও
মনে দোলা দেয় বারেবার
মনমরা রোদ্দুরে আলোকিত রাত
আমাকে ভাবায় আমাকে ভাসায়,
চেয়ে দেখি হাই! চারদিকে কূল নাই!