এতটা হৃদয় প্রয়োজন নেই
পারলে চোখে চোখ রেখো।
হাতে হাত রাখার অবসর নেই,
ঘুম জড়ানো চোখে খুঁজতে চাই অবহেলা।
এতটা বিশ্বাসের প্রয়োজন নেই
কিছুটা গ্লানি, আর থাক না বলা কিছু কথা।
সাহস আমাকে পথ দেখায়
জীবন কিছু যাতনা শেখায়
ছলনা আর চাতুরির মাঝে
কান্নার অবসর নেই,
ঠোঁটে লেগে থাকুক মাদকতা।
করুণার আঘাত দরকার নেই
রক্তে কিছুটা উত্তাপ চাই
চাই কিছুটা তীব্র বিশ্রাম
আর হারিয়ে যাওয়ার আনন্দ।