শরীরে শরীর গাঁথ যদি
হৃদয়ে হৃদয়,
দাবানল নাই বা হল
ক্ষতি কিবা তাতে
ফুলকিও যদি হয়?
কুড়িয়ে রাখি যত স্বপ্ন
যত্নে বুকের ভিতর
তোমার চোখের তারায় স্বপ্ন দেখি
স্বপ্ন সত্যি নাই বা হল
ক্ষতি কিবা তাতে
যদি মন ভালো হয়?
শীতের ভোরে অাঁকড়ে ধরে পাশবালিস
মুখ ঢাকি লেপের কোলে
তোমাকে কাছে নাই বা পেলাম
ক্ষতি কিবা তাতে
যদি ঘুম ভাঙে
তোমার ফোন কলে?
একটু পথ চিনব বলে
পথ চলি পথের সাথে
নাই বা মিলল আমাদের পথ, পথের শেষে
ক্ষতি কিবা তাতে
যদি হাত ধর একটু মুচকি হেসে?
চন্দনের সাজে তোমার মুখ
ফুলশয্যা বিছানাতে,
অন্ধকার আমার ঘর
জীবনে তোমায় নাই বা পেলাম
এক রাতের জন্য যেন
মরতে পারি তোমার সাথে।