ফুটপাতে বেড়ে ওঠে যে যুবতী
সেও প্রতি রাতে জেগে ওঠে কামনায়।
আশায় বুক বেঁধে সেও ঘর বাঁধার স্বপ্ন দেখে।
তবুও স্বপ্নেরা যেন আলেয়া-
তারা করে বেড়ায় আলোটাকে...
রাতের আাঁধারে প্রেম জেগে ওঠে!
নাকি কাম?
নিশাচর কুকুরের চোখ এড়িয়ে এক হয় দুটি শরীর।
ইচ্ছেগুলো আটকে থাকে ইলেট্রিকের তারে;
তবুও আগুন জ্বলে কই?
ঘর্মাক্ত দেহ ভিজিয়ে দেয় ফুটপাতের ধূলো
নর্দমায় গড়িয়ে পড়ে ঘাম,
ঘাম নয়, রক্ত।
ওই রক্তে কি আছে ভালোবাসার প্রহসন?
দলা পাকানো স্বপ্নগুলো আটকে থাকে গলার কাছে,
আতঙ্ক এগিয়ে আসে মোড়ের মাথায়;
সুুখ, সে তো মরীচিকা।
শুধু রাতের তারা চেয়ে থাকে অপলকে
নতুন প্রাণের অপেক্ষায়–
নাম আর বেজন্মা...