বেনামি কাব্যে যদি একদিন
তোমার সুখেরা ওঠে ভেসে
সেই সুখের তালে
তুমিও কী ভাসবে?
যদি সুর রহস্যময়ী হয় আমার গীটারে
আর মূর্ছনায় ওঠে তোমার লিরিক
সেই সুর চিনে নিতে
তুমি কী পারবে?
যদি একদিন অচেনা রাস্তায়
দেখা হয়ে যায়, দিগন্ত রেখায়
রামধনুর রঙ চিনিয়ে দিতে
তুমি কী অাসবে?