‘ভালবাসা’
মনে প্রথম কুমারীর আগমনে
ধ্বনিত হয়েছিল যে বাসনা,
তা হারিয়ে গেছে মরুভূমির ধূষর বালুরাশির মধ্যে।

সূর্য ওঠে: সূর্যমুখী ফোটে
চাতক উড়ে আসে: বৃষ্টি নামে;
বৃষ্টি নামে, চোখ বেয়ে–
বিরামহীন এ দীর্ঘ বর্ষণ।

বন্যায় ভেসে যায়
সঞ্চিত ফসল, ভালবাসা।
ব্যর্থতার নাগপাশে বন্দী জীবন;
জীবনের জন্য ভালবাসা,
না ভালবাসার জন্য জীবন?