একবার ঝাঁপ দিয়ে দেখো
তলিয়ে যাও কোন অতলে।
ফেরার রাস্তা নেই
ডুবে যেতে যেতে
হাতদুটি ধর,
টেনে আনবই জেনো
পরিচিত ছায়াপথে।
আলোয় ছারখার হতে হতে
একবার লোমশ বুকে মুখ লুকাও
গভীর প্রশান্তি নয়
পাবে আমাজনের নিস্তব্ধতা।
রুদ্ধশ্বাস নির্জন প্রকৃতি
তোমাকে গিলতে এলে
এগিয়ে এসো আমার কাছে।
ঠোঁটে ঠোঁট রেখো,
না চাইলেও পাবে
শরীরের উষ্ণতা।
শরীর পুড়ে গেলে কখনো
মিলিয়ে দিও আমার শরীর
শীতলতার স্পর্শ নয়
তোমাকে ভেজাবে
আগ্নেয় গিরির গলন্ত লাভা।
নিজেকে নিঃশেষ করে দেওয়ার অাগে
একবার চোখে চোখ রেখো
খুঁজে পাবে
চোখের তারায়
ভালোবাসা নয়–
প্রতিহিংসার সালতামামি।